ভাইয়ে ভাইয়ে, দেশে দেশে শান্তি করলে বিরাজ
মন্যতা, মুনাফা, হবে কিভাবে ? না থাকলে হুমকির রাজ
যখন যেখানে লাভ সেখানে সয়ম্ভু, সভ্যতার ত্রানে মহৎ কাজ  
দাদাগিরিতে অবিচল, আগে পরে মুখ পুড়লেও নেই লাজ।

প্রয়োজন বড় বালাই, সব্বাই বন্ধু, নিজ স্বার্থে বানায় প্রতিপক্ষ  
উদার ঠিক ততটাই, যেখানে সংরক্ষিত বহু লাভ ও লক্ষ্য
ঝগড়া লাগিয়ে দেখে মজা, উড়িয়ে নীতি বাগীশের ধ্বজা  
যদি কেউ মানতে না চায়, কুট কৌশলে মিলবেই সাজা।      

দাদনে মহাজন, ব্যবসাটা বোঝে মেধা সম্পদ রেখে কবজায়
দামাদামি নেই, অঢেল মুনাফা সমরাস্ত্রে, কোষাগার ভরে লহমায়
নীতি নির্ধারণে দাদাই পায় মান্যতা হলেও তা অভিসন্ধির গিরি
সীমিত ক্ষমতার ছোটরা বন্ধুই হয়, মানতে বাধ্য মোড়লের দাদাগিরি।    

সোনারপুর
২৭/০২/২০২২