চলতে চলতে যদি দেখা হয়ে যায়
নাম হীন কোন অচেনা পথে
হাতটা বাড়িয়ে হাতে নেবে কি সাথে
বলবে কি কেমন আছো, ভুলে অভিমান
ঝর্ণা যেমন পাথরের বুকে তোলে কলতান
দেখে অনাদরে ফোটা নামহীন ফুলেদের হাসি
বলবে কি নতুন করে, আজো ভালোবাসি
সোহাগে ভরিয়ে, আকাশ ছোঁয়া ঐ সবুজ টিলায়।
ধরো, অজান্তে আনমনে যদি সুর খেয়া বায়
নিরব পাথুরে দেওয়ালও যদি তা শোনে
তুষার সরিয়ে পৌঁছে যায় ঐ পাইনের বনে
আলোর আভাস পেয়ে পাখিরা ডেকে ওঠে
হটাত বসন্ত ফিরবে না কি, মনের তটে
দেখবে না কি, ছবি মনের বেলায় !
সোনারপুর
২৮/০৯/২০২১