বুদ্ধু হলেও বোঝে মানুষ, নিজ রোজগারের ছবি নয়
করের অর্থ নির্বিচারে হচ্ছে নয়ছয়
ধম্মের দেউল থেকে প্রসাব-খানা সবেতেই ছবি
ছবি ছাড়া ঘুম আসে না, অথর্ব ভবি
রোজগারে কারো পড়ে না হাত, সৌজন্যেই চলে
দেশটা পৈতৃক স্বত্ব, আকাটের দল বলল বোলে  
খাওয়া বেড়ানো জামা জুতো রক্ষী, সবই মুফতে
রোঁয়া গজালে ঘাড়ে, সবতেই সত্য জয়তে
যাদের সাহায্যে কুর্সি, পরে তারা সব্বাই দখলদার      
ঘেঁটে “ঘ” সব বোধের, শুরু হয় দেশোদ্ধার
আসনে ব্যাসনে যাপনে গতি, ছবিতে হয় মহামতি
বাড়লে বাড়ুক বাছাই আকাটদের অশেষ দুর্গতি
চাল নেই মুড়ি খাও, এই জ্ঞানে মোহন মুরতি
বাজায় বাঁশি, নব কলেবরে বাঁশের স্তুতি
বাতাসে কান, দিব্য জ্ঞান বিলায়ে দিনের শুরু
ভক্তের খুরে ধুলো ঝড়, অবলায় তুষ্ট গুরু।  

সোনারপুর
২৬/৭/২১