সুরে বাঁধা সুদুর নীহার
সুরেই বাঁচে জীবন
সুর ছাড়া সবই আঁধার
যতই কর যতন
রূপ অরুপে একটাই তার  
এক সুরেতেই সাধন।  

সোনারপুর
২০/৫/২১