মন্দ কথায় কান দিও না, বাজুক যত সানাই
নিতাই চাঁদ বুঝেছিলেন মন্দ নয় জগাই মাধাই  
রসে থাকে মন  প্রেম বিলালে,  নেই কোন দ্বন্দ্ব
বোলে কেহ শান্তি পেলে , জোরেই বলুক মন্দ
কৃষ্ণ কথায় দোষ খুঁজো না, প্রেমে থাকো সদাই।

সোনারপুর
৪/৬/২১