মন বুঝে কি প্রেম করা যায়  
চোরা স্রোতের অতল গতি মেপে
আড় চোখের তেরছা হাসি হৃদয় কুরে খায়  
দমকা ঝড়ে মনের ঘরে বৃষ্টি নামলে ঝেঁপে।  

একটা দিনের ব্যবধানেও মনে ধরে ব্যারাম  
কোন কিছুতেই মন বসেনা মেলে না আরাম  
চোখে ভাসে অন্য জগত সে সময়ের এমনি গুণ  
হৃদ দেউলে নেচে বেড়ায় তেরছা হাসির ধুন।    

স্কুল কলেজ বা বা্সে ট্রেনে রোজের দেখায়
আধুনা ফেস বুকেতে পরিচয়ের ঘনিষ্ঠতায়
বোঝাবুঝি শিকেয় তুলে প্রেমের নাও ধায়
অচিন পুরের রঙিন স্বপ্ন টেনে নিয়ে যায়।

গুরু বাক্য নানা উপদেশ সবই যায় জলে
হুঁশ ফেরে না কোন ভাবেই ধাক্কা না খেলে
প্রেমের স্বরুপ চিরকালই চোরা বালির চর
তবুও মানুষ সেই খানেতেই চায় বাঁধতে ঘর।  

কপাল যদি হয়রে ভালো, মেলে কচিত সুখ
নইলে সারা জীবন ধস্তাধস্তি হুতুম পেঁচার মুখ
ভুল ধরতে দিন কেটে যায় ছাড়া-ছাড়িতে শান্তি
স্বপ্ন গুলো ভেংচি কাটে – শেষ যাত্রাই প্রাপ্তি।
সোনারপুর
২০/১১/২০২২