গরমে প্রাণ ওষ্ঠাগত জেলো না আর ওষ্ঠ ভরে আগুন
ভুলেই গেছি ছিল কবে ঐ ওষ্ঠভরা মৌটুসি রং ফাগুন
ওষ্ঠের ভস্ম বানে ছাই, সাজানো এই মনের ভুবন
কোন চাওয়াতে কি ফল হোল হিসেব মেলাই এখন।
চেয়েছিলাম কমলা কোয়ায় দেখব মন ভোলানো হাসি
দুঃখগুলো সরিয়ে দূরে জীবন পথে চলব পাশাপাশি
পারিনি বুঝতে তখন দাঁড়িয়ে দূরে আশার কুটিল হাসি
ভালবাসার সবুজ ডালে ঝরবে পাতা বসন্ত হলে বাসি।
বন্ধ ঘরের টপকে দেয়াল শব্দ গুলো শুনছে প্রতিবেশি
একটা ও আর অক্ষত নেই বাসনকোসন ছিল রাশিরাশি
বাজে না কনক কাঁকন সুরে থেমেছে শ্যামের প্রেমের বাঁশি
কষ্ট হলেও সকাল বিকেল ভরসা এখন লাফিং ক্লাবের হাসি।
কারণ খুঁজি পঁজির পাতায় জ্যোতিষ-ঘরে নিভবে কবে আগুন
ফিরবে কি দখিন বাতাস নিয়ে খানিক বনফুলের ফাগুন।
সোনারপুর
২১/০৪/২০২৩