যদি নাহি দিবে প্রেম
কেন স্বপনে জড়ায়ে থাকো
পলাশ রেনুতে সাজায়ে তনু
মহুয়া মদিরা ছড়ায়ে রাখো।

সবুজ এ মনে হয়ে ফাল্গুনী বাতাস  
খেয়ালের খেলায় ভাসিয়ে আকাশ
তৃষিত এ মনে জাগিয়ে সুবাস
কেন জ্বালাও বাতি নিরাশ।  

ওরে চঞল কোথা চলে যাস
বলে যাস মোরে বলে যাস
আশাবরীতে জাগিয়ে এ হৃদয়
জড়াইব না হয় বাহু পাশ।

যদি নাহি দিবে প্রেম
কেন স্বপনে জড়ায়ে থাকো  
হাসিতে ছড়ায়ে জোছনা সৌরভ
এ মনবীথি আঁধারে ঢাকো।  

সোনারপুর
১১/০২/২০২৩