সভ্যতার প্রতিটি বিপ্লবে সময়ের মাপ খুব স্পষ্ট
কেটে যায় দশক, শতক ফুল থেকে ফল হতে পরিপুষ্ট
কখনো সে বেঁচে থাকে কিছুকাল অথবা নয়
কখনো দীর্ঘ অপেক্ষায় হৃদয়ে স্বপ্ন বয়ে যেতে হয় ।
বিপ্লবের নামে একাদশী, বিরিয়ানি কোর্মায় উপবাস পালন
চলনে বলনে প্রতারকি, জানে ভাষণের হয় না মূল্যায়ন
জনগনের স্বপ্ন মিশে যায় জঞ্জালের ভিড়ে, অজানা কারণ
তবুও প্রচারের মুখ – সুখের দিশা কেবলই উন্নয়ন উন্নয়ন।
শ্রম বিক্রির জায়গায় তালা, হচ্ছে জীবন, সময় ঝালাপালা
কাজের কাজ আছে একটা, যদি দলে-বলে ওঠাও তোলা
সহজে ইন্দ্রত্ব লাভ, টিকিটও পেতে পারো, নেই ঝামেলা
সময়ে বদলে নিলেই পথ, আজ এখানে কাল অন্য দোলা।
সোনারপুর
১৯/০২/২০২২