সত্য মিথ্যা বড়ই জটিল কোন মেরুতে কাদের বাস
বুঝতে বুঝতে সময় শেষ, প্রতিশ্রুতির লহরে বাড়ে আশ
বিজ্ঞাপনেই বাঁচে মানুষ, মনে আশাভঙ্গের শেষে ওঠে নাভিশ্বাস
প্রতিদিনের বাঁচা মরায় জড়িয়ে থাকে বিফল আশার লাশ।  

সকাল বিকেল রাত ফারাক নেই, মান্যবরের কথার দাম
সত্য একটাই, মূল্য ছাড়া সব কিছুতেই বিফল মনস্কাম
সত্য মিথ্যার বৃন্ত একই বিধি যদি না হয় বাম
মানুষ কি ভাবছে কোন চোখেতে দেখছে ? নেই তার দাম।

একই পথের বাঁকে বাঁকে নতুন আশার প্রতিশ্রুতির ঝাঁক
একটা ছেড়ে অন্যটায় ধরা খেলেও, ভাষণে নেই ফাঁক
একই আইন প্রয়োগ ভিন্ন, সিন্ধুকেই ভাষণ পচে পাঁক
সাধারনের সাধ্য কি সত্য মিথ্যার হিসেব করে হাঁকডাক।

সব্বাই গায় সাম্যের গান, সাম্যবাদের সুরটা শুধু ভিন্ন
সাম্য নামক ধারণাটা মরা নদীর চর, রুপে হলেও অনন্য
যুক্তি পোড়া ছাইয়ের গাদায় মুক্ত খুঁজে মানুষ আজ বন্য
সত্য মিথ্যার রহস্য ভেদে সময় শেষ, জীবনটাই নগণ্য।

সোনারপুর
০১/০১/২০২৪