যে মাটিতে মূর্তি গড়ো, জানো কি
মিশে আছে কত প্রাণের অস্থি
জাত ধর্ম অহং করে নাস্তি
প্রাণের মাঝেই খোঁজে পরম স্বস্তি।
কতকালে হয়রে খাঁটি হিসেব কোথায় তার
কোন বিশ্বাস আঁকড়ে ধরে
পাল্টায় রূপ এমন করে
প্রাণে প্রাণে লেপ্টে থাকে মুছে সকল প্রাকার।
সোনারপুর
০১/০৩/২১