বসে আছি শেওড়া ছায়ে কেওড়া পানির আশে
দিনমান গেল চলে রাত্রি এলো নিদ্রা আবেশে
বিষম ঘুমে স্বপ্ন দেখি শুয়ে আছি  কৈলাশে
গুরু বলেন জাগরে হতভাগা পিপড়েরা কি ভালোবাসে ?  

ঘুম ভাঙতেই দেখি ভীষণ জ্বালা সারা শরীর জুড়ে
কাকে রেখে কাকে তাড়াই বিষয় ব্যথা হৃদয় ফোঁড়ে
গেলে কোথায় ওগো সাঁই, ভবের মাঠে লাঙল জুড়ে
দোয়া কর এই পাগলে দাওনা মিথ্যে বাঁধন খুলে।    

সোনারপুর
২৩/৩/২০২৩