চলনা পায়ে পায়ে বেরিয়ে পড়ি
দূরে না হোক কাছাকাছি
কখনো ঝাউ বনে বাতাসের ডাক
কখনো বা সমুদ্র বেলায়
রেখে আসি কিছু দলবাঁধা পায়ের ছাপ
দুঃখের কাল রেখে চার দেওয়ালে বন্দী
কিছু টা সময় করে
জীবনের সাথে হোক প্রকৃতির সন্ধি।
ভুলে যাই পাওয়া না পাওয়ার হাজার বেদন
ভুলে থাকি কিছুটা সময় রোদন
হুল্লোড় হাসি খুশীতে মুছে ক্লিষ্ট ছাপ
ক্ষতি কি পেলে ছোঁয়া রাগ অনুরাগ
সময় বদলাতে পারবোনা জেনেও খুঁজে সুখ
মুক্ত বাতাসে ভুলি দীনতা দুখ ।
পথে প্রান্তরে বাংলার কোণে কোণে হাজার রুপ
না হয় অতি সাধারণ ভাবে করে গ্রুপ
হারিয়ে যাই সবুজ অরণ্যে অথবা সমুদ্র সৈকত
খানিক সময় রেখে শুধু মনের জন্য
পাখির ডাকে বুনো অরণ্যের সৌরভে ভেসে
বিষণ্ণ মন অজান্তেই উঠুক হেসে
বাঁচার আনন্দ রসদ সাথে নিয়ে ভালোবেসে
ফিরে আসি সংগ্রামী যোদ্ধা বেশে।
কি হবে অতীত বা অজানা ভবিষ্যৎ ভেবে
হাতে নেই কারো তেমন কিছু
ভাগ্যের পাতা লাইনে সবাই এক রেলগাড়ি
চল চল সব ছেড়ে বেরিয়ে পড়ি।
দুঃখের কাল রেখে চার দেওয়ালে বন্দী
জীবনের সাথে করি প্রকৃতির সন্ধি।
সোনারপুর
১৯/০২/২০২৩