নেশাখোর ভাবে নিজে বাদে, বাকি সব্বাই পাঁড় মাতাল  
ঘুষখোর ভাবে নিজ অধিকার, অন্যেরা শুধুই করে ধামাল        
গৃহস্ত কখন থাকে বেসামাল, সে খবর রাখে সব চোর    
নীতি পীঠে একবার প্রবেশে, নিশ্চিত হয় পরের পাঁচ বছর।    

দুঃখ দুর্দশার বাস কুঁড়ে ঘরেই, অট্টালিকায় মেলে না ঠাঁই  
ধর্মের নেশা নিম্ন-মধ্য বিত্তেই সীমাবদ্ধ, উচ্চবিত্তে দেয় না ঘাই
সততার নেশা ভর করে গরীবের ঘাড়ে, অন্যখানে প্রায় নয়
মানবতা কৃষ্টি সংস্কৃতি বাঁচে মধ্যবিত্তে, উচ্চে-নিম্নে মৃত্যু ভয়।  

সোনারপুর
৭/৭/২১