কার ভালোতে কোন সে প্রথা
মতে দ্বিমতে হাজার কথা
জ্ঞান শূন্য অন্তরে ভাবের গাথা
জঞ্জাল সে বাড়ায় ব্যথা।
পায় কি ক্ষিদে প্রথা মেনে
সৎ অসৎ চিনে জেনে
পেট রাখে কি প্রথার খবর
জ্বললে সে ক্ষিদেয় জবর
ভুল ভুলাইয়ার এই জগত মাঝে
প্রথা লাগে কোন কাজে
আসা যাওয়ায় নেই তো বাঁধন
প্রথা ছাড়াই হয় সমাপন।
বাঁচলে মানুষ প্রথা বাঁচে পরগাছা
বাড়তে বাড়তে সাজে রাজা
নানা ভাবনায় যুক্তিহীন উড়িয়ে ধজা
আশ্রয় দাতাকেই দেয় সাজা।
সোনারপুর
১০/০১/২০২১