কারে আর বলব সখী
ভালোবাসা কাছে ঘেঁসে না
প্রেম যে দূরের পাখী
রঙিন চোখেও ভাব আসে না  
কারে আর বলব সখী।

মনে রাখি মনের ব্যথা  
আপন মনে ভরাই পাতা  
কাটা ছেঁড়ায় সময় গড়ায়
শেষ হয় না মালা গাঁথা
বললে কেউ প্রেমে নিরাশ
মেনে নিতেও পারিনা তা।  

দিল সাগরে জাগলে লহর
জেগে কাটে অনেক নিশি
নূপুর শুনে শুকনো পাতায়
চোখে ভাসে পূর্ণ শশী
মাতাল এই মন যমুনায়
কেউতো কলস ভরল না
দুঃখ পেলেও থেকো খুশী
দুঃখের কথা বল না ।

সোনারপুর
৩০/০৫/২১