খেলতে খেলতে চলে যেতে হবে খেলাঘর ছেড়ে
সাজানো গোছানো ঘ্র, রঙের বাহার সব ফেলে
বলবে না কেউ যাস না, ডাকবে না হাত নেড়ে
খেলতে খেলতে চলে যেতে হবে খেলাঘর ছেড়ে
স্বপ্নেরা যেমন আঁকে কত ছবি ঘুমের গভীরে
ত্রস্ত পায়ে জানাবে বিদায় মোহিনী মায়া জাল গোটালে
খেলতে খেলতে চলে যেতে হবে খেলাঘর ছেড়ে
সাজানো গোছানো ঘর, রঙের বাহার সব ফেলে।
সোনারপুর
৮/১০/২০২১