সময়ের শিক্ষায় অভিজ্ঞতার অন্বেষণ  
শেষ ইচ্ছাও মূল্যহীন
আকালের গেরোয় চিতা দাফন
সময় ভীষণ কঠিন
অন্তহীন অপেক্ষা, কালের প্রহসন    
সকলের জন্য আইন।  

জীবন কালের সাথে সামঞ্জস্যহীন
চাওয়া পাওয়া অফুরান
ঐশ্বর্যের পালে বাতাস অন্তহীন
কিছুরই হয়নি অকুলান
অদেখা নিয়তিতে সব বিলীন
ভূ-লুন্ঠিত আভিজাত্য মান।  

সোনারপুর
৩০/৭/২১