খালি হাতে ফলে না
যুগের ধর্ম বলে
ফাইল রণ পায়ে যায়
পেটটা ভরে গেলে
অনীহা নেই যাহা পায়
বিন্দুতেই সিন্ধু মেলে।  

সোনারপুর
০১/০৯/২০২২