জগাই বোলে, মৃদঙ্গে মাধাই, বাকিরা দুয়ো দেয়, সংকীর্তন  
খরচে নেই অবহেলা, মন জিততে নানা খেলা,   বেন্দাবন
বন্ধ মনের দরজাতে ঘোষছে কপাল,  পেতে ভাগ্যের দর্শন  
সত্যি কথা গোপন রেখে,  বাবলা গাছে আমের ফলন !    

মিঠা কথায় অসার ভাষণ;  মন হয়রান শুনে শুনে
চেতনা ছিল শীত ঘুমে,  হিসেব কষে গুনে গুনে
কাঁথার অভাবে ঘুম ভেঙেছে, খোঁজ;  কে নিয়েছে টেনে  
দ্যাখে; পা দুলিয়ে মগ ডালে  ভেংচি কাটছে আপনজনে।  

সোনারপুর
২১/০১/২১