মনে পড়ে সকালের কথা, বেলা পড়ে এলে
ধীর লয়ে অগোচরে ঘনায় নিশি
সময়ের ভেলা হাসে নির্মম হাসি
পাড়ি দিতে হবে একা, অচেনায় পাখা মেলে।
সকল চেনা হবে অচেনা, ছিঁড়বে ভালোবাসার বন্ধন
পথ আগলিয়ে রাখবে না কেহ
সময়ের সাথে হারাবে সব স্নেহ
মায়ার বাসর ছেড়ে পঞ্চভূতের আশ্রয়ে হবে যতন।
সোনারপুর
২৮/০১/২১