ওহে নারী, ভাবের ঘোর ছেড়ে এবার একটু যুক্তি দিয়ে ভাবো
অধিকার যখন সমান সমান, যানবাহনে কেন বসার জন্য কাঁদো
অতীত ছিল অন্য রকম, নারীর পায়ে ছিল বাঁধন, ছিল খানিক অধীন
সেই ভাবনা পুরানো, এখন জলে স্থলে অন্তরীক্ষে নারী সত্তা স্বাধীন
অবলা তকমায় সুযোগ নেওয়ার ছলে ঝাঁপিয়ে পড় যুদ্ধং দেহি বলে
এই আচরণ আর কতদিন ! ভেবে দেখো এমন কি আর চলে ?
আঁকড়ে অতীত যুক্তি ছাড়াই এখনো করবে যাপন! একটুও বদলাবে না
জল ছাড়া বাঁচে না জলজ, আকাশ চায় পাখী, এই সত্য কি মানবে না !
সময় কিন্তু থেমে নেই, এখন না হয় একটু যুক্তি দিয়েই ভাবলে
এক হাতে কি বাজে তালি ? না হয় পরীক্ষা করেই দেখলে
সব চাহিদার দখলদার কি পুরুষ ? নারীর তুলসী স্বরূপ মন !
শালীনতার পাঠ শেখাতে দেবলোকের ভিটে ছেড়ে মর্তে আগমন
পুরুষ মানেই ধর্ষক ! যুগপৎ অসৎ এই ভাবনা পুষে রেখেছ মনে
অশ্লীলতার অভিযোগে হেনস্থা করছ পুরুষে; পারলে প্রতিজনে
কি মনে হয়, পুরুষ ভিন গ্রহের জীব ? নারী দেখলেই ছুঁয়ে দিতে চায়
যেন কাজ নেই পুরুষের কোন, সৌরভ পেলেই অশালীন কর্মে ধায় !
যুক্তি দিয়ে ভেবে দেখো মাত্র একটিবার, এই ভাবনায় কতটা হচ্ছে ক্ষতি
পারছ নাকি বুঝতে খানিক ! শান্তির নীড়ে বাড়ছে কেন অশান্তির গতি ?
বাতাস না বইলেও গাছের পাতা নিজে নিজেই নড়ে ! শুনেছ কোন কালে
অসুস্থ ভাবনায় করছ যাপন, অশ্লীলতার মালা পরাও শুধু পুরুষেরই গলে
আইনি রক্ষার সুযোগ নিয়ে ভুয়ো অভিযোগের অভিনয়ে করছ বাজী মাত
সময়ের সুবিধায় করছ পুরুষের সম্ভ্রম হরণ, চলতে ফিরতে তুলছ হাত
পুরুষ কি বেওরারিশ ? ইচ্ছে হলেই যা খুশী তাই করা যায় তাদের সাথে
মান কি শুধুই নারীর ! ভেবে দেখো, পুরুষের কি অধিকার নেই তাতে !
ভাবো নারী; যুক্তি দিয়ে ভাবো, পুরুষ মাত্রেই প্রেমে পড়ে এমন ভাবনা কার
না চেয়েও কানা গলিতে পথ হারাও ! এমন অবাস্তব ভাবনার কি দরকার
শাস্ত্রে নারী অবলা কখনো বা সেই সবলা, মননে স্ববিরোধিতা প্রবাহমান
শিক্ষা বোধ দিয়েছে উন্নত করতে মনন, তবুও কুন্ঠা কেন জানাতে সম্মান
যুক্তি দিয়ে ভেবে দেখো, সভ্যতার ক্রমবিকাশ হয়েছে পারস্পারিক সহযোগিতায়
সহবস্থানের বিকল্প কি সহবস্থান নয় ! সমস্যার সমাধান হয় বোধের উদারতায়
জীবন চক্রের ঘূর্ণনে কেউই কি সম্পূর্ণ ! না বোঝার কারণ নেই, একথা মানবে
নাকি পুরুষ মাত্রেই দুরাচারী ভাবতে ভাবতে উপন্যাসের শেষ অনুচ্ছেদ টানবে ?
সোনারপুর
২/১২/২০২২
বিঃ দ্রঃ এই কাব্য কোন ভাবেই নারী সমাজকে ছোট বা হেয় প্রতিপন্ন করার জন্য নয়। বরং মিনতি পূর্বক, সম্মান সহ ভেবে দেখার অনুরোধ রেখেছি সময়ের সাথে। তবুও যদি কাব্যের প্রয়োজনে অপ্রীতিকর/অশালীন কোন শব্দ এসে যায় তার জন্য সমগ্র নারী সমাজের তথা কবি বন্ধু ও পাঠক গনের কাছে ক্ষমা প্রার্থী।