কার ভিতরে কি গুণ, চোখের দেখায় কি বোঝা যায়
যদি কোন অপরিচিত জন বলে, পথের আলাপ চারিতায়
এমন কোন কথা, যাতে নেই তার লাভ, তবুও বলে যায়
তখন মনে হলেও ফালতু কথা, হুঁশ ফেরে সময়ের ভেলায়।
সময় এগিয়ে চলে ভাঙা গড়ায়, স্বাভাবিক জীবন ধর্ম মেনে
উষ্ণ লহুর স্রোতে নেই পরোয়া, আবেগের বশে ঝাঁপায় আগুনে
যন্ত্রনার চিতা ধিকি ধিকি জ্বলে, জানেনা কোন বন্ধু পরিজনে
দেখে মনে হয় স্বাভাবিক, ভুলের মাশুল নীরবে যায় গুনে।
মনে পড়ে সেই অপরিচিতের কথা, এখন অসময়ে চেতনে আসে
আবেগের পানি কবেই শুকিয়ে মরু, অলক্ষ্যে ভাগ্য চুপে হাসে
মেনে নিয়ে চলতে চলতে ভালবাসার মালা অজান্তেই গিয়েছে খসে
নিজ শিরে করে করাঘাত অতীতের কথা ভেবে, জীবন সায়াহ্নে বসে।
হারিয়ে গিয়েছে কত অজাচিত সবাধান বাণী, সময়ের ছেঁড়া পাতায়
আত্মবিশ্বাসের ফাটল ক্রমেই দীর্ঘ, অবিশ্বাসের কীট কুরে কুরে খায়
অন্যের সম্মানের প্রশ্নে অবিচল থেকেও, নিজ সম্মান ধুলোয় লুটায়
পাওনা এটুকুই জীবনের অভিজ্ঞতা দিয়ে, অজাচিত হলেও অবহেলা নয়।
সোনারপুর
২৫/০৯/২০২১