মজো না মন পচা ডোবায়
কলি সেথায় হাসবে না
জীবন যখন পথ হারাবে
কাউকে খুঁজে পাবে না
ভেবে দেখো নামার আগে
ভাবের নায়ে ভেসো না
দিলে বিরোধ মাথা চাড়া
কোন যুক্তিই টিকবে না
রাগ অনুরাগের কথা গুলো
কেউ কাউকে ছাড়বে না
তুলা দন্ডে কাটবে জীবন
এদিক ওদিক হবে না।
সোনারপুর
১৮/০১/২১