কেউ দেখি রাস্তায় ঘোরে, কেউ বা বসে ঠান্ডা ঘরে
উদ্দেশ্য সব একই রকম, ভিন্ন পথে ভিন্ন সাজে
মন বাঁধা এক জায়গাতেই, ভাঙা বেড়ার খোঁজে
কেউ দেখি রাস্তায় ঘোরে, কেউ বা বসে ঠান্ডা ঘরে
কেউ স্বভাবে কেউ অভাবে, কাজ করে এই সমাজে
অভাবে জানি বোধ হারায়, স্বভাব কি যায় লাজে
কেউ দেখি রাস্তায় ঘোরে, কেউ বা বসে ঠান্ডা ঘরে
উদ্দেশ্য সব একই রকম, ভিন্ন পথে ভিন্ন সাজে ।
সোনারপুর
২৫/০৮/২১