জানে বলেই করে খায়
বাকিরা ভিক্ষা চায়
দশের এক ভাগ ছড়িয়ে
লড়াই দ্যাখে তারিয়ে
প্রতিবাদের ঝড় থেমে যায়
ভুখাপেট দাক্ষিণ্য চায়।

সোনারপুর
১২/০১/২০২২