এক যে ছিল চিল
দুষ্টুমি গুলো মাথায় তার করত কিলবিল  
রাখত নজর আকাশ থেকে
হাঁসের ছানায়, মেঘ রোদ্দুর গায়ে মেখে
কেউ যদি রাখত নজর
আকাশ থেকে পড়ত মাথায় ঢিল জবর
পালিয়ে গেলে বাঁচাতে মাথা
একসাথে দুটো নিয়ে চিল করত টা টা।

সোনারপুর
০২/১০/২০২২