এই জল তরঙ্গ মন, বাজে না আর কেন
পাই না খুঁজে কারণ, নেই মনে সে যেন  
আনমনে সে কাটায় সময়, চিবায় কলম সুখে  
হুঁশ ফেরে তার হটাত করে লাগলে কালি মুখে  
পলাশ শিমুল কিশোর সবুজ, পায় না তার সাড়া
শব্দ ভাবনা ব্যাঙ্গ করে, মন খুঁজে দিশেহারা।  

মন উদাস হয়ে থাকে, সে কিসের ছবি আঁকে
বন্ধ ঘরের মরা আলোয় সত্যি কি সে বাঁচে
সে দেয় না জলে ডুব, দিঘি তাকে ডাকে
মুচকি হাসে কলমি দল, মিনের ঝাঁকের মাঝে  
সেই সকাল থেকে সাঁঝ, ভুল হয়ে যায় কাজ
মন বসে না খাতার পাতায়, এ কেমন হল সাজ ।  

বসন্ত দিন পার হয়ে যায় ফুল ফোটে না মনে
দখিন বাতাস হয় না উতাল ঝরা পাতার বনে
সে দেয় না ডাকে সাড়া, পালিয়ে বেড়ায় কোথায়  
তার খোঁজ মেলে না চাঁদিয়ালে, মুক্ত নীলের পাতায়  
কোন বিরহের কাঁটা বিঁধে,  হল সে এমন ছন্নছাড়া  
কোন হিসেবের ফাঁদে গরমিলে সে হল পথ হারা।  

সোনারপুর
২৪/০২/২১