সময়টা যেন এক ফসলা জমির ফসল কাটা মাঠ
কাব্যের ফুল ফোটে না আর, নেই সবুজ দূর্বার হাসি
গা এলিয়ে শুয়ে আছে, হেলদোল নেই, নেই কোন ঠাটবাট
সময়টা যেন এক ফসলা জমির ফসল কাটা মাঠ ।
শুকনো নাড়ার দীর্ঘশ্বাসে কাটে সকাল দুপুর রাত
পুড়ছে অন্তর অবিরাম দহনে; শুনতে চেয়ে শব্দ ভালোবাসি
সময়টা যেন এক ফসলা জমির ফসল কাটা মাঠ
কাব্যের ফুল ফোটে না আর, নেই সবুজ দূর্বার হাসি।
সোনারপুর
১৭/০৬/২২