যে ভাবেই দেখি না কেন, সে দিগন্ত ছুঁয়ে থাকে
প্রতিদিন প্রতিক্ষণ আপন খেয়ালে স্বপ্নের রঙ মাখে
সহস্র ভাবনার পাখী পাখা মেলে যায় তার দেশে
দূর ছায়া পথের আলোরা তারই বুক জুড়ে হাসে।
মনের সাথে তার বেশ সখ্য, খেলায় মাতে নিরন্তর
অসীম মুগ্ধতায় একে অপরের, শব্দে মেলে না উত্তর
হরিণ চোখের কোনায় কখনো যদি চোখ পড়ে যায়
সময় কি পারে বাঁধতে মন উপেক্ষার একতারায় !
দুরন্ত মেঘেরা এসে, বিজুরী ঝলকে তাকে মাতায়
মনের আকাশে কোন সুরে সে কি কথা বলে যায়
বৃষ্টি হয়ে ঝরে মেঘেরা, খুশীর হাসিতে জাগে আকাশ
চোখের হাসিতে কি সুখ জাগে ! নাকি শুধুই দীর্ঘশ্বাস।
আকাশ কে বলে মন, সখা দিতে যদি কিছু রঙ ধার
ঢেকে দিয়ে অসময়ের হাসি গুলো, মুক্ত হতাম ভার
বেদনার ঢেউ অলক্ষ্যে এসে, ভেজাত না নিথর বালুচর
অচেনা সময় কেন উদাসী পথে যায়, মেলে না উত্তর।
সোনারপুর
৩১/৭/২০২১