ঝুম ঝুম রুমঝুম ঝুম ঝুম ঝুম
বনে-বনে লাজুক লতায় দোল
সবুজ পাতায় বাজে ভৈরবী কাঁকন
তার রুপোলী প্রেম, মনে জাগায় মাতন
সোনা জরির চমক; তার এলোকেশে জাগে
বাতাসের তানপুরাতে ঝংকার মেঘমল্লার রাগে
কদম কেশর ঝরে মরা চাঁদের মায়ায়
হাস্নাহেনা প্রেমে মাতাল বুকের মধু ছড়ায়
মনের ঘরে রাত আঁধারে লাগে সুরের দোল
নেশায় মাতাল মন; নিশি জাগার ধুম।
সোনারপুর
১৪/৬/২১