অতীতের কথা ভোলেনি ভোলা, সদা হেসে খেতো লুটোপুটি  
পথের পাশে ধুলোমাখা অম্বরে পাথর কুচিতে সাজিয়ে ঘুঁটি
যেন ধ্যানমগ্ন সে জয়ের নিমিত্ত সারাদিন করে কাটাকুটি
কোটর গত চোখে আশার ঝিলিক ভাঙে গড়ে চালের ঘুঁটি।    

কেহ না জানে, কেহ নাহি চেনে, কোথায় বসত তার
নোংরা কাপড়ে বাঁধা কাগজের বান্ডিলে কি খোঁজে বার বার
আসতে যেতে কখনো পড়ত চোখে দৃষ্টি তার কাগজে সাঁটা
কারো কাছে চাইত না কিছুই মুখে তার কুলুপ আঁটা।

কোন অতীত খোঁজে সে, ছিল কি তারার মালায় গাঁথা ?
হাসি শুনে মনে হত ছিল না জীবনে তার কোন ব্যথা  
এক নবীন সকালে পুলিশ আসে জানাযায় অজানা কথা
নিথর মুঠোতে কোর্টের কাগজে তার বিরহ উৎস গাথা।    

সোনারপুর
২২/০৫/২০২৩