হিসেব নিকেশেই দিন বরবাদ, কে কত পাচ্ছে
কার মুলুকে কে মালিক, সাধারনে ঢেলা ভাঙছে
ইচ্ছে হলেই; ছাপানো চোতায় জ্ঞান, হরেক রকম
লিখে দেওয়ার লোক আছে; নইলে হতেই জখম
যারা দিল বসার পিঁড়ি, তাদের মাথায় কোপ !
কার সম্পত্তিতে লেজ নাড়িয়ে হালুম হুলুম ছোপ ?
নামে নামে তুবড়ি, যেন পৈতৃক বিত্তে হচ্ছে সৎকার
মশগুল সব গুলবাজ, নয় ছয়ের কারবারের উত্তরাধিকার
বুকে পিঠে বর্মের ঘেরা টোপে মানবিক অতি চমৎকার
কাজের কথা সরিয়ে রেখে ব্রত পালনে আচার বিচার
যাদের দানে পেলে পিঁড়ি, তাদের সাথে মেলাও একবার
জাগলে বোধ চেতনার কোষে, বুঝতে পারবে সম্পত্তি কার।
সোনারপুর
১৬/৬/২১