জীবনের রঙ্গমঞ্চে সম্পর্ক মস্ত এক আয়না
সর্বদাই সে বলে একতরফা কিছু হয়না, হয়না
কথার জাল বোনে মন, জেনেও সব সত্য না
জীবনের ইতিবৃত্তে কেউ বোঝে, কেউবা না।

সোনারপুর
১৫/০৫/২০২১