মনরে শুধাই তোরে, পাশার দান হয় না কেন একরকম
পাত্র এক, ডাইস এক, চলে খেলা একই হাতে সারা বেলা
তবু প্রতি চালে বদলায় ঘর, হয় না কোথাও অন্য রকম
মনরে শুধাই তোরে, পাশার দান হয় না কেন একরকম
কেউ হাঁসে কেউ কাঁদে কেন, খেলতে এসে একই খেলা
হয় না কেন সমান সুখ, ঘুরতে এসে একই মেলা
মনরে শুধাই তোরে, পাশার দান হয় না কেন একরকম
পাত্র এক, ডাইস এক, চলে খেলা একই হাতে সারা বেলা।
সোনারপুর
২৪/০৮/২০২১