মজে মন কিসের নেশায়
কোন যমুনার জলে  
ডুবে ডুবে যায়রে কোথায়
জানে না দয়ালে
মাতে সে নানান খেলায়  
একূল ওকূল দুকূলে।

সোনারপুর
২০/০৬/২১