টাপুর টুপুর রজত ধারা শুকনো পাতার বনে
চঞ্চল মন ছন্দ খোঁজে কিসের অমোঘ টানে
নীরব দিনের পর্দা সরায় কুহুর আকুল ডাক
বন-পলাশের আগুন বুকে কুল ভাঙাবার বাঁক
স্বপ্ন আসে ভালোবেসে মন ছাপানো গুঞ্জনে
রঙের ভেলায় কাটে সময় মৃদুলা কুঞ্জবনে।
আসে সন্ধ্যাপরী আঁচলে তার লক্ষ হীরের মেলা
আঁধার ছোঁয়া ডালে ডালে প্রভাকীটের লুকোচুরি খেলা
ডাকছে ঝিঁঝিঁ ঝিঁঝিঁ কাছে দূরে ছড়িয়ে সুরের যাদু
অচেনা কলির দল জাগছে ধীরে বুকে নিয়ে মধু
রাত গভীরে কার বাসাতে ওঠে হৃদয় ভাঙা ডাক
ভাবছে কি কেউ উদাস হয়ে যা গেছে তা যাক ।
রাত্রিশেষে মেঘ সরিয়ে বাঁকা-চাঁদে হাসির ঝিলিক গুনে
আবছায়া রং ভোরের আলো জাগে নতুন দিনের প্রাণে।
সোনারপুর
১১/০৩/২০২৩