কথার জালে পড়ছে মারা চুনো পুঁঠি গুড়া
রুই কাতলা লাফিয়ে পালায় পড়ে না ধরা ।
শোল বোয়ালের তীক্ষ নজর জালের আগে ধায়
ঘাসের আড়ে ঘাপটি মেরে দিব্যি বেঁচে যায়।
জলের নিচে পাঁক তাতেই বাঁচে নিরাপদে পাঁকাল
হাঁ করলেই জোটে খাবার ছোঁয় না কথার জাল ।
খল-খলিয়ে উপর জলে যারাই ভেসে থাকে
সহজ শিকার কথার জালে তারাই মরে ঝাঁকে।
গভীর জলের মর্মবাণীর পাঠ, আহা যদি সবাই পেতো
হায়রে এই দুনিয়ার এতো মজা হাতছাড়া কি হতো ?
কথার জালে বেকসুরে সাজার জোয়াল সদাই টানে
সু-শাসনের ধর্ম এটাই বদল হয় না মানে ।
এই দুনিয়ার হাটে মাঠে চলছে কর্ম নজর কাড়া
ও দয়াল বলব কাকে, দেখি না কেউ আছে খাড়া।
সোনারপুর
২৯/০৫/২০২৩