মনের কথা যায় না বলা এই ধরণীর সবখানে
আছে মানুষ কত শত খুঁজে নেবে হাজার মানে
আলাদা নয় বাইরে ঘরে বোঝে কজন স্বার্থ বিনে
দুখ্য পেলেও সত্যি এটাই কেউ তোলে না কানে।
আলো আঁধার পাশাপাশি জোয়ার ভাটায় বাঁচে নদী
পেলে ভালোবাসার শ্রাবন পরশ ভুলে গিয়ে মন্দগতি
জীবন ঋতুর ছায়াপথে জ্বালাতো হাজার ঝাড়ের বাতি
নতুন আলোর ঝর্ণা ধারায় গাইত জীবন গীতি।
বাঁধন হারা মনের কথায় সুখের সৌরভ সবখানে
সরস হাসির পূর্নিমাতেই ফোটে ফুল কুঞ্জবনে
বলতে পারলে মনের কথা কোন ব্যথাই রয় না মনে
কটাক্ষের বর্গী হানায় বয় না বান চোখের কোনে।
সোনারপুর
২৩/৭/২১