আপনারা  শুনছেন ! মত দানের বসন্ত বাতাসে ফোটা মহান জনগণ      
সুরভিত মরসুমে আপনারা ফুটলেন,  উড়ে এলো ডাঁশমাছি কানামাছি চাটতে মধু
সুন্দর হাসির সৌরভ মিলিয়ে গেলে, হাহুতাশেই প্রতিশ্রুতি থেকে যায়  শুধু
হতাশ হবেন না যা দেখছিলেন যা শুনেছিলেন,  সবই প্রতীকীর সাত কাহন    
মনে রাখবেন, প্রতীকী লুঠ, প্রতীকী চুরি, প্রতীকী বিরোধিতা সখ্যতা অনশন  
সবেতেই আপনারা ও অংশীদার,  পক্ষ বা বিপক্ষর প্রতাপে দিনেরাতে বিবদমান  
চিমটি কেটে দেখবেন নাকি ! অবিবেচনার ফসলে ঠিক কোথায় নিজের অবস্থান        
সব শুনে দেখে মনে হচ্ছে না কারো ? সাধারণ মানুষ মাত্রেই প্রতীকী ভাগ্যবান !        

জনগণ হাঁদা ভোঁদা মিষ্টিছাড়া চিবোয় গজা, মাছিরা আছে মজায় বিদ্যমান  
দেঁতো হাসি আর কথায় ভুলে মিথ্যার শরিক হয়ে কাদের জন্য কারা মহান ?  
কত টাকার অংশীদারি ? কোথায় কত জোচ্চুরি ? কোন কথাতে ক্ষেপচুরিয়াস
গালগপ্পে মাত করে যে যার মত পকেটমারে, মানুষ প্রশ্ন করলেই ভিসুভিয়াস
সব কালেই সত্য দুরস্ত , সত্যের অনেক দায়, প্রতীকীর নতুন বিন্যাশ
বাঁচতে বা বাঁচাবার চেষ্টায় যে রাস্তাতেই থাকুন, নিশ্চিত গ্যারান্টির সর্বনাশ      
সাধুরা মধু খায়, কাদের বদান্যতায় কেউ কি জানেন ? নিছক মিষ্টি সম্প্রীতি    
পৃথিবী ঘুরছে ইস্তাহারে চুঁইয়ে আসা আলোয় খুশ, পরে বোঝাযায় এও প্রতীকী!      

সোনারপুর
৫/১২/২০২৩