রাখে কারা; মারে কারা
মধুর নয় ধারা
হাত পড়ে ঘেমো আমানতে
নির্দিষ্ট এক অজুহাতে
ব্যাল্যান্স কম, খোরপোষ কাটে
অনাদায়ী ভর্তুকি দিতে !
সোনারপুর
২/১/২১
বিঃদ্রঃ আমানতে নির্দিষ্ট পরিমান অর্থ না থাকার কারণে ব্যাঙ্ক জরিমানা কাটছে।
বাৎসরিক প্রায় ২৫০ কোটি টাকা।সাধারণ গরীব, মধ্যবিত্ত, মজদুর, খেটে খাওয়া
মানুষের আমানত থেকে তাদের অজান্তে। অনাদায়ী ঋণের বোঝা কমাতে !