দ্যাখো ভায়া থাকবে থাকো, দেখিও না আর তেমন কেরামতি
পুরনোদের দিকে তাকিয়ে দ্যাখো, ওরাও আছে আবার নেই এটাই সত্যি
দু-বছরে তোয়াজ তুষ্টি কম হল না, গুণীজনে বলছে বটে থেকেই যাবে
পথটা একটু বদলে নিও, বেছেগুছে ধরো, রোদ্দুরে সেঁকা হাড্ডিতে কি পাবে ?
রোদে পোড়া, জলে ভেজা শরীরে প্রকৃতির দান দুর্বার প্রতিরোধ শক্তি
ধুলো কাদায় সবুজ সোহাগে ধন্য এ প্রাণ, ধুলো কাদাতেই তার মুক্তি
কত শত ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস এই মাটিতেই হয়েছে লীন
যুগ যুগান্ত ব্যাপী এসেছে গিয়েছে, তবুও মাটির মহিমা হয়নি ক্ষীণ।
ইট কাঠ পাথরে গড়া নগর সভ্যতায় যেখানে হাসির জন্য মূল্য লাগে
সেখানেই থেকো চুক্তির শর্ত মেনে, শতবার ভেবো মাটি ছোঁয়ার আগে
দুরন্ত তপন আর অফুরান পবনে তৈরি জীবনী শক্তির সহজে হয় না হ্রাস
যতদিন থাকে সে প্রকৃতি মায়ের আঁচল জড়িয়ে, অবহেলে হারায় ত্রাস।
সোনারপুর
২৬/০১/২০২২