প্রাণের চেনা ছন্দকে সে ইচ্ছামত বদলে দিতে পারে আমুল  
যে প্রাণে থাবা বসায় সেই জানে, মুক্ত জীবনান্দের স্রোত হারায় কূল    
চেনা পৃথিবীর রঙ বদলে যায় নিঃশব্দে, অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে
জন্মে, অপহরণে অথবা দুর্ঘটনায় হোক, সময় দুর্বিষহ জীবনের ক্যানভাসে  
প্রতিক্ষণ, প্রতিদিনের যাপন সীমাবদ্ধ গন্ডিতে, যেন অবহেলার বুনোফুল    
চোখ কোঁচাকানো করুণার দানে; দায়সারা আহায় ভরে জীবনের কূল।    

মানুষের অবয়ব তবুও মর্যাদা নেই তার, দেয়নি কেউ কোন কালেই  
স্বপ্নরা অধরাই থেকে যায়, জটিল জৈব গঠন তন্ত্রের অসম বিকাশেই  
অথবা শৈশবে অপহৃত হয়ে পঙ্গু তৈরির আখড়ায় অঢেল মুনাফার মূলধন
করমুক্ত ব্যবসায়ের পণ্য, সকাল থেকে সন্ধ্যে রাস্তায় পড়ে কাটে জীবন
এগিয়ে আসে না সমাজ; রাষ্ট্র নিষ্কৃতিতে, বাঁচা-মরা নির্ভর করে আয়ের উপর
সবাক সমাজের নির্বাক অবস্থান, ভুল করেও কোন মাধ্যম করে না খবর।          

আধুনিক উন্নত চিকিৎসায় এলেও খানিক আলো, মনের কথা কি জানি !    
হয়ত নিভৃতে ক্ষয়ে যায় জীবন, বৃত্তের বাইরে থেকে মানি বা নাই মানি
আত্মীয়, স্বজনের উপহাস কুরে খায় হৃদয়, পিতা-মাতার অসহায় চাহনি
প্রতি মুহূর্তে পরনির্ভর জীবন বাড়িয়েই চলে একটা মানুষের আত্ম-গ্লানি
ভাবে, কোন পাপে এমন দশা ! সময়ের খতিয়ান ভেজায় চোখের পানি  
আলোর পৃথিবীতে এসেও জীবনের প্রতিপলে নিকষ আঁধারের অশনি।  

মানব প্রেমের বাণী রুদ্ধ দ্বারেই সীমাবদ্ধ, গালভরা ব্যখ্যায় জন্মান্তর বাদের কথা
প্রমাণ হীন উদ্যোগের স্থপতিরা সর্বজ্ঞ, তাদের কথাতেই সায় দেয় সব মাথা
যুদ্ধাস্ত্রের গবেষণায় বরাদ্দ হয় বিপুল অর্থ, বিশেষ সাহায্য প্রাপ্তদের জন্য নয়
দায়সারা ভাবনায় যৎসামান্য সংরক্ষণেই তাবৎ সমাজিক ব্যবস্থা দায় মুক্ত হয়
বিশ্বের প্রতি কোণে বাড়ছে “বর্ডারলাইন পারসোনালিটি ডিস-অর্ডারের” সংখ্যা
কেমন করে সুস্থ হবে পৃথিবী ! কোন গবেষণায় মিলবে এর সঠিক ব্যখ্যা ?  

''সহমর্মিতার সংবেদন''।

সোনারপুর
২২/৮/২০২২