ও চড়ুই, ধান খাইলো রে
খেদানের মানুষ নাই
খাওনের লগে আছে মানুষ
কামের বেলা কোই
ও চড়ুই ধান খাইলো রে
খেদানের মানুষ নাই।
ঢেঁকি ওঠে ধাপুস ধুপুস
গড়ের ধান কোটে
খ্যাতের ধান আইছে ঘরে
পোষ পাবনের আগে
নতুন চাউলের খাইব পিঠা
সঙ্গে নলেন মিঠা
ঘরে ঘরে সুবাস ছড়ায়
মন করে খাই খাই
খাওনের বেলা আছে মানুষ
কামের বেলা নাই।
ও চড়ুই ধান খাইলো রে
খেদানের বেলায় নাই।
সোনারপুর
১০/০২/২০২৫