অনুতাপেও আসে হাসি মনে
দর্শনের কথা শুনে
মৃত নক্ষত্রের উৎস সন্ধানে
ক্ষয় হয় মননে
কাটাকুটি খেলা নিরন্তর সংগোপনে
ব্যর্থ নয় গুণীজনে !

সোনারপুর
২৪/১২/২০২০