জীবন নামের আসরে চলে নিত্য নতুন গানের পালা
এই আসরের রঙ্গ ভারী বুঝতে হয় অনেক দেরি
কখনো রাজ বেশেতে মাতিয়ে রাখে সময়ের পানশালা
জীবন নামের আসরে চলে নিত্য নতুন গানের পালা।
পালা গানের আসর চলে জমে ওঠে ভবের মেলা
কখনো সে ফকির বেশে ভাবের ঘরে বাজায় ভেরী
জীবন নামের আসরে চলে নিত্য নতুন গানের পালা
এই আসরের রঙ্গ ভারী বুঝতে হয় অনেক দেরি।
সোনারপুর
২৯/১১/২০২২