সাধারনে বলে গেল গেল, পাপে প্যাঁচে গেল দেশ    
পোষা-গণ তালি দেয় নিষ্ঠায়,  চুক্তির কথা মেনে    
হাই তুলে নেতা বলেন ভালোই তো আছো বেশ
সাধারনে বলে গেল গেল, পাপে প্যাঁচে গেল দেশ।  

ঘটনার ঘনঘটা সংবাদ শিরনামে, সেথা আসলের নেই রেশ
গল্প লিখিয়েরা  নেয় মোটা দাম, একটা একটা করে গুনে
সাধারনে বলে গেল গেল, পাপে প্যাঁচে গেল দেশ    
পোষা-গণ তালি দেয় নিষ্ঠায়, চুক্তির কথা মেনে ।        

সোনারপুর
০১/০৯/২০২২