আস্তে আস্তে স্বপ্ন গুলো মিলে গেল
বাড়ি, গাড়ী, যা চেয়েছ, মনের মত সবই হোল
টাকা কড়ির অভাব নেই; ইঁদুর থেকে হলে হুলো
বলেছিলে যুক্তির জালে; টাকা ছড়ালে সব পাবে
মানুষের যা কিছু চাই সব, টাকাই সব এই ভবে
সম্পর্কের টানা পোড়েন ! টাকার টোপে মিটে যাবে।
চেয়েছিলে থাকতে ভালো ; ভাসিয়ে নাও সুখ সাগরে
রাত দিনের ছিল না ফারাক; সব পেয়েছির আসরে
কেটে বাঁধন সরিয়ে আপন; দু-চোখে সুখ ছিলো
রঙিন আলোয় সাজিয়ে ছিলে; জীবন দানের বাতি গুলো
ভাবনি একটি বারও; কোনটা খারাপ কোনটা ভালো।
টাকা আছে, আছো তুমি; কেন এখন বলছ অভাব
পারনি কি বুঝতে আগে; চলে যাওয়াই সময় স্বভাব
ভালোবাসার এক কণাও পেলে না খুঁজে টাকার ভাঁজে
সময়ের ভার সঁপার আশায় আপন খোঁজ সকাল সাঁঝে
দীর্ঘশ্বাসের ভরা তরী; কঠিন অঙ্ক মিলিয়ে দিল।
সোনারপুর
১৮/০১/২০২১