কাঁচা মাটির ঘরে থেকেও  মন ঘিরেছি শক্ত বেড়ায়
সিঁদ কেটে সব নিলেও খোঁজ পাবিনে মনের ধনে
যতন করে রেখেছি তারে ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্ত ডেরায়
কাঁচা মাটির ঘরে থেকেও  মন ঘিরেছি শক্ত বেড়ায়
আনিনে কিছুই আসার সময়, থাকতে প্রবাস কটা দিনে
ছুটি কাটিয়ে ফিরব ঘরে, হাত দুলিয়ে সুখের গানে
কাঁচা মাটির ঘরে থেকেও  মন ঘিরেছি শক্ত বেড়ায়
সিঁদ কেটে সব নিলেও খোঁজ পাবিনে মনের ধনে।

সোনারপুর
২৭/০৮/২০২১