আমি বুদ্ধিবেচা দোকানদার, ঘাড় নাড়িয়েই করি রোজগার
যে যখন ডাকে ঢলে পড়ি, এটাই আমার পেশা, কারবার
ঠিক ভুলে আমার কি ? ছবি কবি ও সব রাজনীতির ব্যাপার
রঙ বদলে রঙ্গে মাতি, লক্ষ্য আমার মোটা রোজগার
নির্দেশ মত পোশাকে হাজির, ঘাড় নাড়ানো দোকানদার
পথেও নামি তবে উদ্দেশ্য ছাড়া নয়, তাঁবেদারিই পণ্য আমার
কালোর পাশে সাদা, বুঝতে পারি কোন শাখাতে ফলবে ফল
এর চেয়ে আর কি চাই ভালো ? ছেঁদো কথায় লাভের ঢল।
আমি নয় অবুঝ দোকানদার, নেতার কথায় নিত্য কাটি জাবর
গরু ছাগলের দোষ হয় না, আমরা কাটলেই কেন হয় খবর ?
ব্যস্ততা নেই, নেই পরিশ্রমের ক্ষমতা, তবুও বেশ ভালো রোজগার
হাজিরা দিলেই মান মিলে যায়, নেই কোন কথা বলার দরকার
সাজানো গোছানো চেয়ার মেলে, ইনাম মেলে ঘাড় নাড়লেই নয় লজ্জার
কে কার মাথায় ভাঙছে কাঁঠাল ! আমি রসেই খুশ সত্যের নেই দরকার
বিনোদনের অঢেল উপায়, শুধু বেছে নিলেই ভাগ্য খোলে বারংবার
চাকা গড়ায় আমিও গড়াই, গড়িয়ে যাওয়াই সময়ের সিধ্যান্ত চমৎকার
আগে পরে গোছাতে পারলেই খুশি, সমীক্ষায় সময় নষ্টের নেই দরকার।
সোনারপুর
০৯/১২/২০২২